সই
- আব্দুল ওহাব
টিয়া পাখি টিয়া পাখি
যাচ্ছো তুমি কই?
উড়ে এসো আমার কাছে
হবো তোমার সই।
কালকে হবে পুতুল বিয়ে
ঐ তো পাশের বাড়ি,
আসার সময় নিয়ে এসো
সবুজ রঙা শাড়ি।
বরের সাথে যাবে তুমি
থাকবো আমি পাছে,
বর নাচাবে ঘর নাচাবে
পাখ মেলিয়ে নাচে।
২৪-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।