মহা গরীয়ান্
- আব্দুল ওহাব

ওহে মহীয়ান তুমি গরীয়ান্‌
দিয়েছো দেহেতে প্রাণ,
পৃথিবী আকাশ সকল সৃষ্টি
তোমারি দয়ার দান।

রোদন ভেদিয়ে আরশ ছেদিয়ে
শুনেছ আমার কথা,
যতোবার চাই ততবার পাই
তোমার দয়াতে যথা।

ওহে দয়াময় তুমি মায়াময়
তোমার দয়াতে বাঁচি,
এই নিঃশ্বাসে মোর বিশ্বাসে
তুমিই মালিক সাঁচি।

জীবন মরণে সদাই স্মরণে
জপিবো আলিফ লাম,
তোমার কুরসি আকাশ পৃথিবী
ঢাকিয়া রেখেছে ধাম।

তুমিই মালিক তুমিই খালিক
ওহে আরশের পতি,
তোমায় বিহনে সৃষ্টি কুলের
নেইকো কোনই গতি।


২৪-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।