আপন ক্ষক্ষতি
- আব্দুল ওহাব

আপন ক্ষতি করছো তুমি
ঘুরে নেতার পিছে,
নেতার কাজে সফল হলে
বুঝবে নেতা মিছে!

নেতা মশাই জিতলে ভোটে
করবে অভিনয়!
নেতার নীতি সাজবে রাজা
তোমার আছে ভয়।

নেতা থাকবে দেশের কাজে
পচবে তুমি জেলে,
লাভ হবে না জীবন বেলা
ঘর-সংসার ফেলে।

নেতা যখন হারবে ভোটে
তোমার হবে সাজা,
মান হারাবে বউ হারাবে
ভাঙবে লোকে মাজা।

নেতার পিছে না ঘুরে তাই
কাজের পিছে থাকো,
আপদ কভু পিছ নেবে না
ঘরটি সুখে রাখো।


২৪-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।