ছলনার ফল
- আব্দুল ওহাব

ছলনার রঙ মেখে সাজো যদি সঙ
ঝড় বায়ু উড়ে দিবে হয়ে যাবে চঙ।
এলোমেলো হয়ে যাবে বাস করা ঘর
ছলনার ফলাফলে এসে যায় ঝড়।

সেই নীতি চায় সবে ভালো থাকে সব
কাঁচা প্রীতি ভালো নয় সব দেখে রব।
অভিসার ছল হলে হয় তার নাশ
বাঁচিবার তরে সেই পায় না'কো শ্বাস।

রঙে রসে থাকে যেই কমে তার বেলা
প্রয়োজনে পায় না সে সমাধানে চেলা।
ছলনার ফল নিয়ে মেলে না রে সুখ
শেষ বেলা জোটে তার অতি গাঢ় দুখ।

আজ যেই দিন দেখে কাল দেখে রাত
অপ কাজ ফিরে এলে হবে উৎখাত।
সব কাজ ফিরে আসে দিতে তার ফল
ছল কাজ ফল দেয় চোখ পচা জল।

কবিতার ব্যাখ্যা :
কবিতায় ছলনার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে:

1. *ছলনার প্রকৃতি*: "ছলনার রঙ মেখে সাজো যদি সঙ" - ছলনা করা মানে নিজেকে অন্যরূপে উপস্থাপন করা, যা আসলে মিথ্যা।
2. *পরিণতি*: "ঝড় বায়ু উড়ে দিবে হয়ে যাবে চঙ" - ছলনার ফলে জীবনে ঝড় আসে, সবকিছু উল্টে যায়।
3. *সম্পর্কের ক্ষতি*: "এলোমেলো হয়ে যাবে বাস করা ঘর" - ছলনার কারণে সম্পর্ক নষ্ট হয়, সংসার ভেঙে যায়।
4. *নৈতিক শিক্ষা*: "সেই নীতি চায় সবে ভালো থাকে সব কাঁচা প্রীতি" - সততা ও নিষ্ঠাই সত্যিকারের ভালোবাসা ও সম্পর্ক বাঁচিয়ে রাখে।
5. *কর্মফল*: "ছল কাজ ফল দেয় চোখ পচা জল" - প্রতারণার ফল সবসময় খারাপ হয়, দুঃখ ও কষ্ট পেতে হয়।

কবিতার মূল বার্তা হলো ছলনা থেকে দূরে থাকা এবং সৎ থাকার গুরুত্ব।


২৪-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।