ক্লান্ত পথিক
- আব্দুল ওহাব

ক্লান্ত পথিক চলছে ছুটে
পথ ছিলনা জানা,
নিজ ঠিকানা খুঁজতে তবু
মেলছে দু'টি ডানা।

পথ ছিলনা অতি সহজ
বাঁচার আশা মনে,
সুদিন পাবে চলার পথে
ভাবছে ক্ষণেক্ষণে।

সামনে উঁচু পাহাড় পারে
কুয়াশা তার ধাঁধা,
ক্লান্ত পথিক দেখছে চেয়ে
সামনে আছে বাধা।

সন্ধ্যা বেলা আসছে তেড়ে
পথের দিশা নাশে,
নিরাশা তার বাঁধছে মনে
এলো না কেউ পাশে।

সামনে নদী মহা সাগর
করছে যেতে মানা,
পথিক তবু চলছে ছুটে
শঙ্কা দিচ্ছে হানা।

বিষয়বস্তু ব্যাখ্যা :
কবিতার বিষয়বস্তু হলো জীবনের পথে চলার সংগ্রাম। ক্লান্ত পথিক নিজের লক্ষ্য খুঁজে পেতে নিরন্তর ছুটে চলেছে, যদিও পথ সহজ নয়।

কবিতায়:
- পথিকের অজানা পথে চলার নিরন্তর প্রচেষ্টা
- বাধা-বিপত্তি (পাহাড়, কুয়াশা, সন্ধ্যা, নদী, সাগর)
- একাকীত্ব ও নিরাশার মুহূর্ত
- তবুও পথিকের এগিয়ে চলার অদম্য ইচ্ছা

কবিতার মূল বার্তা হলো জীবনের পথে যতই বাধা আসুক, হতাশ না হয়ে এগিয়ে যাওয়া উচিত।


২৪-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।