অসৎ পথ
- আব্দুল ওহাব

অসৎ পথে টাকা অর্জন
হয়তো বাড়ে ধন,
সুখ পেয়েছে এই মহীতে
বলো না কয়জন?

ধন-সম্পদ ও বাড়ি-গাড়ি
লাভ কী বলো ভাই?
মরার পরে জগৎ সংসার
পড়ে থাকবে ছাই।

হালাল রুজি করবে যারা
বৈধ পন্থায় আয়,
নামাজ রোজা হজ্জ যাকাতে
সুফল তারা পায়।

হারাম অর্থ ধন-সম্পত্তি
নিশ্চিত ধ্বংস হয়,
ইহকাল ও পরকালের
শাস্তির আছে ভয়।

সুদ বানিজ্য ঘুস ও জুয়া
নষ্ট করে ঘুম,
যদি ও ভাই অর্থে জোটে
সুখ পরশী ধুম।


২৪-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।