হুকুম খেলাপ
- আব্দুল ওহাব
ঘুমের দোহাই দিয়ে তুমি করলে ফজর কাযা
জেনে রেখো মরার পরে এ জন্য হয় সাজা।
যোহর এলে ভাবছ মনে কাজের চাপে আছি
নামাজ থেকে কাজটি বড় সেজে বড় সাঁচি।
আসর এলো মাগরিব গেলো এশা গেছো ভুলে
ভুলে গেছো মরার কথা আলসেমি কী মূলে?
কোন অজুহাত দিবে বলো শেষ বিচারের দিনে
ছাড় পাবেনা বিচার দিনে নামাজ হিসেব বিনে?
কোন সাহসে করো তুমি প্রভুর হুকুম খেলাপ?
আল্লাহর হুকুম না মানলে করবে শেষে বিলাপ!
নামাজ রোজা হজ্জ যাকাতে করো শুধু হেলা
বুজবে সেদিন আসবে যখন সত্য মরণ বেলা।
২৪-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।