মুহাম্মদ (সঃ)
- আব্দুল ওহাব

মুহাম্মাদের নামটি আমার
বড়ই মধুর লাগে,
সৃষ্টির সেরা রাসূল আমার
সৃষ্টি সবার আগে।

তাঁর উছিলায় জগৎ সৃষ্টি
দুনিয়ার এই ভূমি,
তাঁর আদর্শ আঁকড়ে ধরো
ভুল করো না তুমি।

মা আমেনার কলিজার ধন
প্রশংসাময় রাসূল,
তাঁর ছবকে সাজলে জীবন
থাকে না তার তুল।

আল্লাহর জিকির করি দিলে
দরুদ নবীর নামে,
হাদিস কোরআন মেনে চলি
আপন প্রাণের দামে।

মুহাম্মদ নাম জপিলে দিল
মোহাব্বতের সনে,
অনেক মধুর নামটি তাঁহার
শান্তি লাগে মনে।

তাঁর আদর্শ মানে যে'জন
এই ধরণী তলে,
সে'জন হলো সেরা মানব
যায় না রসাতলে।


২৭-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।