প্রকৃতির দান
- আব্দুল ওহাব

সকাল বেলা আদর করে
রবি মামার আলো,
আলোর ছোঁয়া পেয়ে আমার
দিনটি কাটে ভালো।

রোজ সকালে ফুলের কলি
ডাকে আমায় ঘ্রাণে,
দয়াল স্রষ্টা আহার দিয়ে
সতেজ রাখে প্রাণে।

সাত-সকালে পাখপাখালি
মনের কথা বলে,
কৃষক সবে কাজের তরে
মাঠের পথে চলে।

রোদ শাসনে তনুর ঘামে
ক্লান্ত হলে কেহ,
জলদ ছোঁয়া শীতল বায়ু
শান্ত করে দেহ।

মাটি আমার মায়ের মতো
বৃক্ষ লতা দিলো,
দিনের ক্লান্তি শেষের পরে
কোলের পিঠে নিলো।

চাদর হয়ে বাতাস মোরে
বাঁচাল রোজ শ্বাসে,
এভাবে ভাই কেটে চলছে
আমার বারো মাসে।


২৭-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।