নিঝুম দ্বীপ!
- আব্দুল ওহাব
দ্যাখ্ রে খুকী শীত এসেছে
শিশির দানা ঝরে,
বউ কথা কও ভীতু পাখি
লুকিয়ে রয় ঘরে।
সারস পাখি পিয়াং পাখি
আসছে উড়ে দেশে,
নাম না জানা হরেক পাখি
মেহমানের বেশে!
শাবাজ ল্যাঞ্জা তিলে ময়না
হেরন উড়ে দলে,
রাজার মতো শকুন আসে
উড়ে নানান ছলে!
সিঁথিহাঁস ও ভূতিহাঁসের
দেখবি ছুটোছুটি,
পানকৌড়ি ও বালিহাঁসে
খাচ্ছে লুটে পুঁটি!
নিঝুম দ্বীপে নীল সাগরে
দুর্গাসাগর ঝিলে,
হরেক পাখি উড়ছে এসে
শাপলা ফোটা বিলে।
২৭-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।