মানুষ হই
- আব্দুল ওহাব

হাঁটার কালে হাঁটব আমি
কপাল করে নিচু,
সম্মান তখন বাড়বে শুধু
ঘুরবে লোকে পিছু,

উপর মাথায় চললে আমি
পড়ব হোঁচট খেয়ে,
কথার বানে হাসবে লোকে
কলুর বলদ পেয়ে।

উপর দিকের থুতু যেমন
পড়ে আপন গায়ে,
অপর জনের নিন্দা গানে
পচব সমাজ নায়ে।

দোষ বিহনে অন্য জনের
চর্চা করি যতো,
সেই গীবতটা আপন গায়ে
ফেরে তীরের মতো।

নিন্দা-গীবত পরের চর্চা
না করি তাই সবে,
নিজের ত্রুটি যাচাই করি
মানুষ হবো তবে।


২৭-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।