আমার গাঁ
- আব্দুল ওহাব
এসো ও ভাই আমার গাঁয়ে
দেখতে শ্যামা বন,
গাঁয়ের দিকে চোখ ফেরালে
জুড়িয়ে যায় মন।
পাহাড় থেকে ঝর্ণা ধারা
ঝরছে সারাক্ষণ,
পাখির ঝাঁকে চোখ জুড়াবে
দেখবে বাছাধন।
সাগর ঘেঁষে উঁচু পাহাড়
হরেক পাখি রয়,
সোজা পথের পাকা সড়ক
সাঁঝে আলোক ময়।
সকাল বেলা পাখির ঝাঁকে
শুনি মধুর গান,
আপন নীড়ে ফেরার কালে
আজব কলতান।
সাঁঝের আগে সুরুজ মামা
সাগরে দেয় ডুব,
কাঁপন দিয়ে গোসল করে
রূপার জলে খুব
এই গাঁয়েতে জন্ম নিয়ে
গর্বে ভরে বুক,
আর কোথাও পাইনি খুঁজে
আপন করা সুখ।
২৭-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।