উপদেশ
- আব্দুল ওহাব

ওহে বালক সাহস নিয়ে
সত্য পথে চল,
সাহস রেখে বুকের মাঝে
সত্য কথা বল।

সত্য কথা বললে যদি
জীবন চলে যায়,
মরার পরে সেসব লোকে
আরশ ছায়া পায়।

সত্য বলে জীবন গেলে
অমর হয়ে রয়,
স্মরণ করে সকল লোকে
তোর কিসে রে ভয়?

জুলুম দেখে করিস না ভয়
সত্যে অটল থাক,
কথার মাঝে রাখবি না'কো
চল-চাতুরী ফাঁক।

জুলুমকারী সামনে পেলে
উঁচু রাখিস শির,
বিপদকালে ধৈর্য রাখিস
পদ চালিয়ে ধীর।


২৭-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।