জাত-বেজাত
- আব্দুল ওহাব

সৃষ্টিকর্তা শ্রেষ্ঠ করে
মানুষ পাঠান ভবে,
তবু কেন জাতবেজাতের
পার্থক্য ভাই রবে?

রক্তমাংসে মানুষ সবে
একই স্রষ্টার সৃষ্টি,
সবার প্রতি স্রষ্টা রাখেন
এক সমানে দৃষ্টি।

তবু মানুষ জাত বিভেদে
ধ্বংস ডেকে আনে,
ভুলছে যেন সৃষ্টির সেরা
খোঁজে না তার মানে।

সাজতে যেয়ে জগৎ পতি
বিভেদ করে শুরু,
ধ্বংস ডাকে যুদ্ধের মাঝে
জাত চেনানো গুরু।

মিলেমিশে থাকতো যদি
এই ধরণীর সবে,
উঠতো ভরে স্বর্গ সুখে
জগৎ জোড়া তবে।


২৭-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।