স্মরণ করি
- আব্দুল ওহাব
কালের শেষে কাল এসেছে
থাকছে সবই পড়ে,
মরার পরে থাকবো সবাই
একলা কবর ঘরে।
মায়াজালে আটকে আছি
মরণ গেছি ভুলে,
দ্বীন দুনিয়ার মোহে সবাই
স্বার্থ খুঁজি মূলে।
ছুটছি সবাই পাগল হয়ে
লাগবে গাড়ি বাড়ি,
ধন সম্পত্তি দালানকোঠা
নিচ্ছে জীবন কাড়ি।
দাদার বাবা তারও বাবা
কোথায় গেছে চলে?
আছো কি কেউ ভেবেচিন্তে
আমায় যাবে বলে?
যে-সব মানুষ চলে গেছে
আসনি কেউ নীড়ে,
যুগের পরে যুগ চলে যায়
কেউ আসেনি ফিরে।
২৭-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।