মুমিনের গান
- আব্দুল ওহাব

মুসলিম বলে দাবি করো
মনে ঈমান নাই,
খুঁজছো শুধু ধন-সম্পত্তি
গুণে তোমার ছাই।

ধ্বংস হবে এই পৃথিবী
ধ্বংস হবে প্রাণ,
ঈমান ছাড়া মানুষ হয়ে
গাও মুমিনের গান।

জন্ম সূত্রে মুসলিম হয়ে
গর্ব করো ভাই,
হকের পথে থেকে তোমার
সাধন করা চাই।

দ্বীনের শিক্ষা নিয়ে যদি
খোঁজো সরল পথ,
জীবন হবে ধন্য তোমার
ছাড়ো শিরক মত।

সরল পথে চললে তবে
জন্ম স্বার্থক হয়,
মরার পরে সবার মনে
অমর হয়ে রয়।


২৭-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।