আদম সন্তান
- আব্দুল ওহাব
পৃথিবীর সব মানুষই এক আদমের বংশ;
সকলে আদম সন্তান, এক দেহের অংশ।
একে অন্যের দুঃখ-কষ্টে কাঁদে না যার মন
না কাঁদলে জেনো হে, সেইজন মনুষ নন।
মানুষ সৃষ্টির উৎস এক আদমের থেকে হয়;
তবে অন্যের ব্যথায় কেন হও না ব্যথাময়?
উত্তর থেকে দক্ষিণ মেরু! দুঃখে যত লোক;
কখনো কী মনে আসে তাদের জন্য শোক?
যদি না হয়,তবে তো মানুষ হবার যোগ্য নয়;
দেহের এক অঙ্গ ব্যথায় কেমনে স্থির রয়?
পৃথিবীর সকল মানুষ একটি দেহেরই মতো;
নিপিড়ীত ধনী-গরিব মিসকিন রইছে যত।
একে অপরের দুঃখে ভাই হতে হয় সমব্যথী;
প্রত্যেক মানুষ একে অপরের স্বীয় জ্ঞাতি।
জাতি-বর্ণবাদ বিভেদ কাণ্ড করো খানখান
সভ্যতা আর হবে না নাশ, মানুষ হবে অম্লান।
২৭-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।