সুখটা আসে হেসে
- আব্দুল ওহাব
আঁধার শেষে ছায়ার বেশে
আসবে আলো ফিরে,
দুঃখীর ছোট নীড়ে।
পুব আকাশে ফুটবে আলো
দুঃখ যাবে দূরে,
সুখে থাকবে মুড়ে!
হতাশা ভয় কেটে আসে জয়
ফোটায় মুখে হাসি
সে জয় সুখের দাসি!
বিপদকালে আলসে হয়ে
ভুল করে যে বোকা,
খায় পদে সে ধোঁকা!
ঘোর আঁধারে বন-বাদাড়ে
শোভা ছড়ায় ফুলে,
সুবাস দেখি মূলে,
যেমনি কাজ তেমনি রাজ
এটা ধরার রীতি,
কাজে ছাড়ো ভীতি।
সঠিক পথে কাজের রথে
থাকবে যারা ভবে,
তারাই ভলো রবে,
আশার বাণী সবাই মানি
দুঃখ যাবে ভেসে,
সুখটা আসে হেসে!
২৭-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।