তোমার হাসি
- আব্দুল ওহাব

তোমার কাছে হার মেনেছে
প্রকৃতির সব শোভা!
বলতে বারণ তাই বলি না
আমি অধম বোবা।

তোমার হাসি পাগল করে
হাসো বারেক বার,
হৃদয় মাঝে সহে না আর
না বুঝিবার ভার?

চাঁদের মতো হাসি তোমার
মায়ায় ভরা মুখ,
তোমার হাসি দেখালে পরে
ভরে আমার বুক।

তোমার মুখে চাঁদের হাসি
হাসতে নাহি মানা,
চাঁদের চেয়ে সুন্দর তুমি
আমার আছে জানা।

সরল-সোজা একটি মেয়ে
পাহাড়ি গাঁয় ঘর,
এই জীবনে ভেবো না আর
আমি তোমার পর।


২৭-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।