চাতুরী
- আব্দুল ওহাব
হায় রে মানুষ ভুলেই গেছে
এই দুনিয়া পেয়ে,
মহান রবের হুকুম খেলাপ
করে হেসে-খেলে।
স্বল্প কালের এই দুনিয়ায়
হায়াত কত আছে?
কেউ ভাবে না মরণ হবে
ঘোরে অর্থের পাছে।
ঝগড়াঝাটি লড়াই করে
খুঁজতে গিয়ে অর্থ,
ছলচাতুরী তালবাহানায়
চাপিয়ে দেয় শর্ত।
বাড়ি লাগবে গাড়ি লাগবে
চাতুরী তার ছুরি,
পরের হকে আঘাত করে
অর্থ করে চুরি।
মরণের পর থাকবে পরে
সাধের বাড়ি-গাড়ি,
মরণ কথা স্মরণ করো
চাতুরী দাও ছাড়ি।
✅ *বিষয়বস্তু:* এই কবিতাটি দুনিয়ার মোহে মানুষের আল্লাহর হুকুম অমান্য করা, অসৎ উপায়ে সম্পদ অর্জন, এবং মৃত্যুকে ভুলে যাওয়ার বিষয় নিয়ে লেখা।
*সারাংশ:*
- মানুষ দুনিয়ার সম্পদ পেয়ে আল্লাহর কথা ভুলে যায়।
- মানুষ অল্প সময়ের জন্য দুনিয়াতে এসে অসৎ উপায়ে অর্থ উপার্জন করে।
- সম্পদের লোভে মানুষ চাতুরি, ছলনা ও অন্যায় করে।
- মৃত্যুর পর এসব সম্পদ কাজে আসবে না।
- কবি মানুষকে চাতুরি ছেড়ে মৃত্যুকে স্মরণ করতে বলেছেন।
???? *মূল বার্তা:* দুনিয়ার মোহে পড়ে অন্যায় না করে মৃত্যুকে স্মরণ করে সঠিক পথে চলা উচিত।
২৭-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।