স্বাধীনকামী চাষা
- আব্দুল ওহাব

সত্য-ন্যায়ের জন্য যে'জন
করেছিল লড়াই,
কে বলেছে করবো না ভাই
তাঁদের নিয়ে বড়াই?

সাঈদ মুগ্ধ ওসমান হাদি
শহীদ দেশের তরে,
জীবন দিলো কুচক্রীদের
ধ্বংস নেশা ঝড়ে।

এমন দেশ তো চাই না আমি
অন্যায় বাঁধে বাসা,
নির্বিচারে জীবন হারায়
স্বাধীনকামী চাষা।

গর্জে উঠেো বাংলার ছেলে
অন্যায় দিতে রুখে,
পর প্রজন্ম কাটায় যেন
এই দেশেতে সুখে।


২৭-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।