বাবা
- আব্দুল ওহাব

এক পলকে দেখি যখন
আমার বাবার মুখ,
সকল দুঃখ ভুলে গিয়ে
পাই হাজারো সুখ।

আমার বাবা এক পৃথিবী
বাবার তুল্য নাই,
বাবার কাছে বসলে আমি
দুর্দশায় সুখ পাই।

এই তো আমি বাবা-মায়ের
রক্তে বাঁধা ধন,
আজ পর্যন্ত তাঁদের মতো
পাইনি আপনজন।

তাঁদের স্নেহ আদর শাসন
দেখায় সঠিক পথ,
জীবন চলার সকল বাঁকে
মানি তাঁদের মত।

এই জীবনে আমরা সবে
জয় করি তাঁর মন,
করবো সেবা বাবা-মায়ের
এই করি ভাই পণ।


২৭-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।