পরিপাটি
- আব্দুল ওহাব

আয়ু শেষে পড়ে রবে প্রাণ ছাড়া দেহ
মাটি দিবে কেঁদে সবে ভুলে যাবে কেহ।
ক্ষণ-কালের এ ধরা মিছে মরিচীকা!  
মায়ামোহ দ্রোহ ছেড়ে নিবো সৎ টিকা।

বেঁচে রবো ভাল কাজে দুনিয়ার মাঝে
অবহেলা ভালো নহে সততার কাজে।
এ জীবনে হানাহানি ভালো কাজ নহে
প্রাণ নাশ ঘটে তাতে দুখ স্রোত বহে!

সকলকে ভাই ভেবে মিলে করি বাস
যতক্ষণ এ দেহেতে থাকে মোর শ্বাস।
পরিহার করি সবে ভেদাভেদ ঘৃণা
ও'সবে বাড়াবে শুধু ক্লেশ খেদ দেনা।

এ'জীবনে নাহি করি কভু লাঠালাঠি
একসাথে রবো সবে মিলে পরিপাটি।
ক্ষণিকের এ ধরণী বাঁচি কতকাল?
মিলেমিশে থাকি সবে আহা চিরকাল।


২৭-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।