দান ছদকা
- আব্দুল ওহাব
দান ছদকাতে ধন কমে না
বাড়ে ধনীর ধন,
ধনিক গরীব সবাই মানুষ
তারাও আপন-জন।
দানের চেয়ে উত্তম কিছু
এই ভুবনে নাই,
আল্লাহ তা'লা ভালোবাসেন
দানশীলদেরকে ভাই।
ফকির গরীব দরিদ্র লোক
যখন চাইবে দান।
আল্লাহর খুশির জন্য তুমি
রাখো তাদের মান।
সাধ্য মতো দান খয়রাতে
বাড়ে ঘরের ধন,
এক আল্লাহর খুশির তরে
খুশি দুখীর মন।
দান ছদকায় ক্ষমা মেলে
কমে স্রষ্টার ক্রোধ,
অসহায়দের দান করিতে
বাড়াও সবার বোধ।
২৭-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।