দেশ গড়ার মন্ত্র
- আব্দুল ওহাব
ওহে তরুণ জেগে ওঠো
রেখে হাতের ফোন,
উদ্যোক্তাতে কোটি পতি
জোটে অঢেল ধন।
কাজে লাগাও মেধা শক্তি
বাড়াও মনে বল,
মোবাইল ফোন ধ্বংস করে
আজব মায়ার ছল।
বিদেশ গিয়ে খেটে মরিস
থাকিস কাজের তল,
মাতৃ ভূমে রাজার মতো
চলবি কি-না বল?
পরিশ্রম কর আপন ভূমে
এই ধরণীতল,
শিক্ষা নিয়ে মেধার বলে
খাটাও বাহুবল।
হাঁস-মুরগি ও গরুর খামার
করো অনর্গল,
মৎস্য চাষে মনোযোগ দাও
না ফেলে চোখ জল।
✅ *বিষয়বস্তু:* এই কবিতাটি তরুণদের উদ্দেশ্যে লেখা, যেখানে তাদেরকে মোবাইল ফোনের মোহ ত্যাগ করে উদ্যোগী হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
*সারাংশ:*
- তরুণদের মোবাইল ফোনের মোহ ছেড়ে উদ্যোগী হতে বলা হয়েছে।
- বিদেশে গিয়ে খেটে না খেয়ে নিজ দেশে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
- কৃষি, পশুপালন, মৎস্য চাষ ইত্যকে অর্থনৈতিক উন্নয়নের পথ হিসেবে দেখানো হয়েছে।
- নিজের মেধা ও বাহুবল দিয়ে দেশ গড়ার কথা বলা হয়েছে।
*মূল বার্তা:* তরুণদের উদ্দেশ্যে দেশপ্রেম ও উদ্যোগিতার আহ্বান।
২৮-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।