জাগরণ চাই
- আব্দুল ওহাব

বিদেশ গিয়ে করবে কামাই
কর্মে শিক্ষা নাই,
দেশের মাঝে করতে পারো
অঢেল টাকা আয়।

একলা যদি না পারো ভাই
ঐক্যবদ্ধ হও,
কয়েকজনকে সাথে নিয়ে
কর্মে রত রও।

কুঠির শিল্প হোটেল ব্যবসা
কৃষির নানা চাষ,
উদ্যোক্তা হও টেকনোলজির
খাটো বারো মাস।

তরুণ সমাজ জেগে ওঠো
খাটাও মেধা বল,
গতর খেটে কর্মের শিক্ষা
সবাই নেবো চল।

খরচ করে বিদেশ গেলে
কষ্ট হয় না শেষ,
আপন দেশে উদ্যোক্তা হও
থাকবে সুখে বেশ।

আর দেখো না পিতামাতার
নয়ন ঝরা জল,
আপন হাতে সমাজ গড়ো
না করে ভাই ছল।


২৮-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।