বাঙালি সন্তান
- আব্দুল ওহাব

এই দেশেতে জন্ম আমার
বাংলা মুখের বোল,
মুক্ত আকাশ মুক্ত বাতাস
মুক্ত মায়ের কোল,

এই পৃথিবীর কে না জানে
কোন সেই ধরাধাম?
মুসলিম-হিন্দু বসত করি
বাঙালি জাত নাম।

বাংলা মায়ের সন্তান মোরা
একে অন্যের প্রাণ,
দেশ মাতৃকার গর্ভেই জন্ম
তাইতো নাড়ির টান।

বাঁচা-মরার লড়াই করি
এলে বিপদ কাল,
এক নদীতে গোসল করি
পেলে পুকুর খাল।

হানাহানি করবো না আর
সবাই মোরা ভাই,
মরার পরে এই দেশেতে
হবে সবার ঠাঁই।

সকল ধর্মের মানুষ মোরা
এক বাঙালি সন্তান,
এক বৃক্ষের ছায়ায় থাকি
সকলের এক নিশান।


২৯-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।