সূর্যমুখী ও শেষ বাজি
- প্রসূন গোস্বামী
চৈতি রোদে পুড়ছে মাথা
সূর্যমুখী দিচ্ছে টহল
হলুদ পালক ঝরল বুঝি
আকাশ জুড়ে রাঙা মহল
মরা রোদে আঙুল সেঁকে
বুড়ো সূর্য ধরল টান
হেমন্ত ওই আকাশ জুড়ে
গাইছে শুধু শেষের গান
শুকনো ঘাড়ের জেদি কঙ্কাল
এখনো চায় আলোর ঘ্রাণ
মাথার ভেতর বীজের দানা
জমিয়ে রাখে অভিমান
রক্তে মাখা আকাশটাতে
বিঁধল কাঁটা দারুণ নীল
আয়না হয়ে ফাটল ধরা
মেঘে মেঘে কী অমিল
চড়া মেজাজ ঝলসানো মুখ
হাসছে যেন মরণ-সুখে
শেষের বাজি জিতেই নেব
আগুন নিয়ে তপ্ত বুকে
চমকপ্রদ এই যে বিদায়
এর চেয়ে আর হয় না ভালো
মুখটি তুলে দেখছি চেয়ে
নিভে যাওয়ার প্রচণ্ড আলো
চমৎকার এই ফুরিয়ে যাওয়া
পর্দা নামুক নাটক শেষ
পুড়ে গিয়েও দাঁড়িয়ে থাকা
এই তো আমার রাজকীয় বেশ
২৯-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।