নীলু, মেঘ জমেছে?
- প্রসূন গোস্বামী

বাইরে এখন অঝোর ধারায় শ্রাবণ,
ভেতর ঘরে একলা বসে থাকা।
দরজাতে আজ কড়া নাড়ছে ফাগুন?
নাকি এ স্রেফ মরীচিকার আঁকা?

নীলু, মেঘ জমেছে?

দুয়ার খুলে দেখি পথের পাশে,
দাঁড়িয়ে আছে ছায়ার মতো লোক।
স্মৃতিরা সব ঝরা পাতার ঘ্রাণে—
ঝাপসা করে দিচ্ছে দু’চোখ।

নীলু, মেঘ জমেছে?

ইচ্ছে হলেই হারিয়ে যেতে পারি,
ইচ্ছে হলেই ফিরতে পারি ঘরে।
তবু কেন এই বুকের ভেতরটায়—
বৃষ্টি পড়ে, কেবলই বৃষ্টি পড়ে।

নীলু, মেঘ জমেছে?


৩০-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।