তৃষ্ণার পাণ্ডুলিপি
- প্রসূন গোস্বামী
অরুণিমা, ছায়া দাও—যাতে রোদে পুড়ে খাক না হই,
যেভাবে অরণ্য তার অন্ধকার বিছিয়ে রাখে বাঘের শরীরে,
সেইভাবে ছায়া দাও রক্তে ও অস্থির মজ্জায়।
অরুণিমা, জল দাও—গণ্ডূষ ভরে পান করি তেষ্টা,
যেভাবে শ্রাবণ নামে রুক্ষ পাহাড়ের ফাটলে ফাটলে,
সেইভাবে তুমি নামো আমার এই মরুময় বুকে।
অরুণিমা, শরীর দাও—আষ্টেপৃষ্ঠে জড়াই জঞ্জাল,
যেভাবে লতাগুল্ম বেঁধে রাখে মহীরুহ চরাচর,
সেইভাবে আমায় বাঁধো, হাড়ের খাঁচায় দাও টান—
অরুণিমা, শূন্য রেখো না আমায়, পূর্ণ করো এই লয়,
যেভাবে সমুদ্র বাঁচে নোনাজলে, অবিরত ঢেউয়ের ঘর্ষণে,
সেইভাবে, এই প্রৌঢ়ত্বের সীমান্তে দাঁড়িয়ে—
অরুণিমা, সঙ্গ দাও, আমায় অপ্রেমের নির্বাসনে ফেলো না।
৩০-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।