বঙ্গবাসির মন
- আব্দুল ওহাব
বেগম জিয়া হাসতো যে-দিন
হাসত সেদিন দেশ,
এই জগতের সবাই জানুক
এই তো বাংলাদেশ।
আপোষহীন এক দর্শন ছিল
বেগম জিয়ার কাজ,
অন্যায় জুলুম জয় করে পায়
অমর হওয়া তাজ।
দেশের তরে সুখের জীবন
করলো সেচ্ছা দান,
আল্লাহ যেন রোজ হাসরে
দেয় তার প্রতিদান।
আপোষহীন তাঁর শপথ ছিল
সত্যে অটল শির,
কোন উপমা দেই গো তাঁরে
হার না মানা বীর।
হাজার বছর রাখবে মনে
বঙ্গের জনগণ,
জয় করেছো এই প্রজন্ম
বঙ্গবাসির মন।
৩০-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।