পথশিশুর কষ্ট
- আব্দুল ওহাব

দীন দুখী ও পথশিশুদের
কষ্ট শীতের দিনে,
দিনের শেষে রাত কাটেনা
গায়ে পোশাক বিনে।

লেপতোশক ও কম্বল নিয়ে
ঘুমায় যারা ধনী,
হিমেল কষ্টে কেঁপে মরছে
দুখীর নয়ন-মণি।

হাত-পা কাঁপে হিমেল শীতে
সীমাহীন কি কষ্ট,
পুরান কাপড় দেবো তাদের
না করে ভাই নষ্ট।

রাস্তার পাশে হাট বাজারে
পথ শিশুরা থাকে,
কপাল দোষে দুঃখী তারা
দোষ দিবো ভাই কাকে?

এই সমাজের সবাই মিলে
দাঁড়াই তাদের পাশে,
গরীব দুঃখী পথ শিশুরা
থাকে মোদের আশে।


৩০-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।