ফিতরা
- আব্দুল ওহাব

ঈদের নামাজ পড়ার আগে
ফিতরা আদায় করি,
গরীব দুখীর সাথে সবাই
ঈদের নামাজ পড়ি।

ফিতরা দানে গরীব লোকের
উপকারও হবে,
ঈদের দিনে গরীব লোকে
অনেক খুশি রবে।

গোলাম আযাদ পুরুষ নারী
সবার ফিতরা দিবো,
এই উছিলায় সকল রোজা
শুদ্ধ করে নিবো।

খেজুর গম আর খাদ্যশস্যে
ফিতরা দিবো সবে,
রোজায় করা ভুল ত্রুটিতে
কাফ্ফারা হয় তবে।

ফিতরা দিলে আদায়কারী
হয় তো পরিশুদ্ধ,
সাফল্য পায় ফিতরা দাতা
আল্লাহ হয়না ক্ষুদ্ধ।


৩১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।