সাগর পাড়
- আব্দুল ওহাব
আয়রে সাথী আয়রে বিথী
আমার সাথে আয়,
তোদের নিযে ঘুরবো আজি
পাহাড় ঘেরা গাঁয়।
পাখপাখালি উড়ে বেড়ায়
গায়ে হরেক রঙ,
উড়ার কালে সাগর পাড়ে
পাখি দেখায় ঢঙ!
পাহাড় ঘেঁষে সাগর আছে
উথলে পড়ে ঢেউ,
সাগর জলে জাহাজ দোলে
ভয় পাবিনা কেউ।
এপাড় থেকে ওপাড় যেতে
আছে জাহাজ ঘাট,
ঢেউ পুরুলে দেখতে লাগে
ফাঁকা জলের মাঠ।
মাঠ পেরুলে দেখতে পাবি
বালিয়াড়ির নীড়,
খালি পায়ে হাঁটছে লোকে
করছে সেথা ভীড়!
৩১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।