মন্ত্রণা
- আব্দুল ওহাব
নারী মানেই মায়ের জাতি
অশ্রদ্ধা কেউ করো না,
হার না মানা জীবন নারীর
এই জীবনে ভুলো না।
মায়ের আদর ভালোবাসা
হয়না কোন তুলনা,
কেউ করোনা তাদের সাথে
কোন রকম ছলনা।
সকল নারীই কন্যা ভগ্নী
জানো কী সে মন্ত্রণা,
পরিবার এর টানেই নারী
সইছে নানা যন্ত্রণা।
স্বামী সন্তান সংসার হলে
নারীরা হয় প্রেরণা,
অবুঝ পুরুষ জুলুম করে
নারীর কদর বোঝেনা।
পুরুষ লোকের অর্ধাঙ্গিনী
নারী ছাড়া মূল্যহীন,
সংসার জীবন সুখী করতে
নারী হলো সঙ্গ বীণ।
৩১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।