রোজার মাস
- আব্দুল ওহাব

মাহে রমজান স্রষ্টার দান
পেয়েছি রোজার মাস,
স্রষ্টার শান দিলেন বিধান
করিবো রোজার চাষ।

ঈমানের শান যাকাতের দান
রোজার বিধান মানি,
সাহরির শেষে রোজাদার বেশে
পান করিবো না পানি।

স্ত্রী সহবাস জুয়ারীর তাস
রোজায় থাকিবে মানা,
তর্ক বিবাদ দিয়ে দেবো বাদ
ফুঁড়ি শয়তানি হানা।

রোজার নিয়ত হাদিসের মত
বিঁধিয়ে দিওনা কাঁটা,
রোজার মর্মে পাপের কর্মে
টানিতে পারিবো ভাটা।

করিবো লালন রোজার পালন
মননে রাখিনা যুক্তি,
পেলে রহমত দয়া বরকত
রোজাতে মিলিবে মুক্তি।


৩১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।