তিমির রাত্রি
- আব্দুল ওহাব

তিমির রাত্রি ভোর হচ্ছে না
জল তরঙ্গে ফেরী,
পারাপার কী জট লেগেছে
প্রভাত কত দেরী?

জল তরঙ্গের ভেল্কিবাজি
পাল গেল কী ছিঁড়ে?
উথাল-পাতাল ঢেউ পেরিয়ে
ফিরব কী আর নীড়ে?

ঊষার আলো ফুটবে ভেবে
আছি নয়ন মেলে,
চলছলাছল ঢেউ কলতান
শুনতে কি ভাই পেলে?

শুক্র তারা চোখ মেলাবে
হাল ছেড়োনা রেগে,
তিমির রাত্রি শিশির ভেদে
পাল টেনে দাও বেগে।

কোন গাফলতে পথ ভুলেছ
কোন খেয়ালের ভুলে,
ভুলের পথে চললে ও ভাই
নাও ফেরে না কূলে।

জল তরঙ্গের হাহাকারে
ভয় পেয়ো না জলে,
পাতলা পালে নৌকা দোলে
ডোবে সাগর তলে।

এই কবিতাটা একটা রূপক কবিতা, যেখানে জীবনের সংগ্রাম আর অন্ধকার থেকে আলোর দিকে যাত্রার কথা বলা হয়েছে। কবি আব্দুল ওহাব "তিমির রাত্রি" দিয়ে জীবনের কঠিন সময়কে বোঝাচ্ছেন।

কবিতার বিষয়বস্তু:
- *অন্ধকার থেকে আলোয় যাত্রা*: "তিমির রাত্রি ভোর হচ্ছে না" দিয়ে বোঝাচ্ছে জীবনের কঠিন সময় যেন শেষ হচ্ছে না।
- *সংগ্রাম আর চ্যালেঞ্জ*: "জল তরঙ্গে ফেরী, পারাপার কী জট লেগেছে" - জীবনের পথে অনেক বাধা।
- *ভয় না পেয়ে এগিয়ে যাওয়া*: "হাল ছেড়োনা রেগে, পাল টেনে দাও বেগে" - কঠিন সময়ে হাল ছেড়ে না দিয়ে এগিয়ে যেতে বলা হয়েছে।
- *ভুল পথে গেলে ফেরা যায় না*: "ভুলের পথে চললে ও ভাই নাও ফেরে না কূলে" - ভুল পথে গেলে ফিরে আসা কঠিন।

মূলত, কবিতাটা জীবনের সংগ্রাম, অন্ধকার থেকে আলোর পথে যাত্রা, আর সঠিক পথে থাকার গুরুত্ব নিয়ে বলছে। ????


৩১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।