বাংলা ভাষা
- আব্দুল ওহাব
বাংলা আমার মায়ের ভাষা
রক্ত দিয়ে কেনা,
শহীদ ভাইদের নিকট আছে
আমার বহু দেনা।
সালাম জব্বার শহীদ হলো
বুকের রক্ত দিয়ে,
মায়ের ভাষায় বলতে কথা
বুলেট বুকে নিয়ে।
ঊনিশ শত বায়ান্ন সাল
একুশ ফেব্রুয়ারি,
ভুলব না'কো সেই ইতিহাস
খুঁজি তাদের বাড়ি।
বাংলা ভাষায় কথা বলি
জাগাই মনে আশা,
বাংলাদেশের স্বপ্ন বুনোয়
কামার জেলে চাষা।
একুশ মানে সেই চেতনা
জীবন থেকে দামী,
ভাষার জন্য দেশের জন্য
লড়াই করি আমি।
এই ভাষাতে কথার জালে
গাঁথা মনের মালা,
এই দেশেতে বাংলায় কথা
মধুর থেকে ভালা।
৩১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।