মরার পর
- আব্দুল ওহাব

মায়ার ভূবন ছাড়তে হবে
আঁধার ঘরে থাকবে তবে
ডাকছে কবর মাটি।
ভবের মায়া ছাড়বে সবে
নাটাই যখন টানবে রবে
ঈমান করো খাঁটি।

মাটির শরীর মাটিই খাবে
পরাণ পাখি উড়ে যাবে
সাঙ্গ হবে খেলা,
যত্নের গড়া দেহের মাঝে
পোকে খাবে সকাল সাঁঝে
দেহের পচন বেলা।

অন্যের হকটা মারবে তুমি
জবরদখল করবে ভূমি
আইল কাটার ছলে,
বুঝবে সেদিন মরার পরে
ধরা ছেড়ে দেখো মরে
জোর করো না বলে।

কোরআন সুন্নাহ্ মানো ভবে
তুমি সদায় সুখে রবে
তাকওয়া ঠিক রেখে,
রোজ হাসরের বিপদ কালে
থাকবে না'কো মায়া জালে
পৃথিবীর রঙ দেখে।


৩১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।