কবি
- আব্দুল ওহাব

সকল লেখক হয় না কবি
এই পৃথিবীর মাঝে,
কবির লেখা মানব তরে
ফোটে কবির কাজে।

দুখীর বুকের সকল জ্বালা
কবির বুকে লাগে,
সমাজ জাতির ক্রান্তিলগ্নে
কবির লেখা জাগে।

অন্যের কষ্ট নিজের বুকে
নিয়ে লেখে কবি,
দেশ ও জাতির চিত্র এঁকে
ফোটায় কাব্যে ছবি।

স্বার্থবিহীন কবির চিন্তায়
মানব কল্যাণ থাকে,
ছন্দ মাত্রায় মনের কথন
যতন করে আঁকে।

কবির লেখায় মুক্তা খোঁজে
জ্ঞান পিপাসু লোকে,
সত্য কবির অমর লেখায়
মানব স্বার্থ ঝোঁকে।


৩১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।