আল্লাহ এক
- আব্দুল ওহাব

আল্লাহ এক শরিক বিহীন
এ কথা কি জানো?
আল্লাহর নাই কোন শরিক
সকলে ভাই মানো।

মুসলিম বলে আল্লাহ এক
পেয়ে ধর্মের শিক্ষা,
শরিকি কাজ করতে কভু
এ ধর্মে নাই দীক্ষা।

কোরআন হলো ঐশী বাণী
ইসলাম শ্রেষ্ঠ ধর্ম,
শিরক কুফর গোমড়া পথে
করবো না কেউ কর্ম।

মানব প্রেম ও সাম্য শিক্ষা
এই ধর্মতে আছে,
ভুলের পথে না যেয়ে ভাই
এসো সত্যের কাছে।

পূর্ণাঙ্গ এক জীবন বিধান
মানো সবাই ভবে,
ইহকাল আর পরকালে
থাকবে ভালো তবে।


৩১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।