এক আল্লাহ প্রভু
- আব্দুল ওহাব

দো-জাহানের সৃষ্টিকর্তা
এক আল্লাহ প্রভু,
এই জনমে ভুলব না ভাই
তাঁকে আমি কভু।

আল্লাহ হলো সকল সৃষ্টির
পরাক্রমশীল মালিক,
গগন জমিন সকল কিছুর
প্রজ্ঞাময় এক খালিক।

হায়াৎ মউত রিজিক দৌলত
সবকিছু তাঁর হাতে,
সকল সৃষ্টি আল্লাহর দিক
শুকরিয়াতে মাতে।

আল্লাহ হলো বিধান দাতা
কোরআনে তাঁর বাণী,
জীবন চলার সকল কাজে
তাঁর ঐ হুকুম মানি।

তাঁর বাণীতে কল্যাণ আছে
মানবে ভবে যারা,
তারাই হলো সৃষ্টি কুলের
সবার থেকে সেরা।


৩১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।