হাহাকার!
- আব্দুল ওহাব
সাঈদ সামির শাকিল মরল
জেগে উঠল বাংলাদেশ,
নাঈমা রিয়া আহাদ ফারুক
সোনার ছেলে হলো শেষ।
বুলেট বিঁধে ল্যাংড়া হলো
তাগড়া তরুণ ছাত্ররা,
জীবন দিলো বুক চিতিয়ে
স্বাধীন সুধার পাত্ররা।
আরশ কাঁদে আল্লাহ দেখে
হৃদয়হীনের অত্যাচার,
হায়রে সেদিন বাবা-মায়ের
আকাশ ভাঙা হাহাকার!
লাশের সারি মায়ের কোলে
খালি হলো মায়ের বুক,
ছেলে-মেয়ের লাশ গুছিয়ে
ফুরাল মা সবার দুখ।
শহীদ হলো হাজার ছেলে
অকাতরে দিয়ে প্রাণ,
আসলে কভু আমার দেশে
দেখে যেয়ো গোরস্থান।
বুলেট বিঁধা সন্তানের লাশ
মা দেখে আজ ছবিতে,
রোজ সকালে আসবে ভেবে
পুত খোঁজে মা রবিতে।
৩১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।