কথা
- আব্দুল ওহাব
কথার বেলা সজাগ থাকি
ভেবে কথা বলি,
বেফাঁস কথা বিপদ ডাকে
সরল পথে চলি।
এমন কথা না বলি আর,
কষ্ট বাড়ে বেশি,
লোক সমাজে দম্ভ করে
দেখাবো না পেশি।
কথার রসে বিজয় আসে
পতন কথা দিয়ে,
জীবন ক্ষিতি সকল কিছু
রাজ্য থেকে হিয়ে।
ছল-চাতুরী করলে সদা
বিনাশ ডেকে আনে,
সকল কাজে বিজয় পেতে
সত্য জাগাই প্রাণে।
মুখের ভাষা সহজ হলে
বুঝবে সবে যথা,
একনাগাড়ে না বলে ভাই
শুনবো আগে কথা।
৩১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।