সোজা পথ
- আব্দুল ওহাব

মরে যাবে সবে সব পরে রবে
সাথে যাবে না'তো কেহ,
হবে তুমি লাশ ঘরে দিবে বাঁশ
পচে যাবে সেই দেহ।

মাটি থেকে ঘর ফেঁটে ধরে থর
নিজ লোকে ভুলে যাবে,
দেহ খাবে পোকে মায়ে রবে শোকে
শেষ হবে তুমি ভাবে।

সেরা জীবে প্রাণ মরা পচা ঘ্রাণ
মারা গেলে পচা দশা,
কিসে দিয়ে ভর মাটি চরা স্তর
তার থেকে ভালা মশা।

লোভী লোক বোকা সদা দেয় ধোঁকা
লাগে কাড়িকাড়ি টাকা!
পড়ে রবে বাড়ি ধন টাকা গাড়ি
আমলে থাকবে ফাঁকা।

চলো বাঁকা পথে ভালো পথ মতে
তুমি হতভাগা তবে!
সোজা পথে চলো সৎ কথা বলো
পরকালে ভালো রবে।


৩১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।