গরুর গাড়ি
- আব্দুল ওহাব
আগের দিনে গরুর গাড়ি
চলতো হেলে-দুলে,
নতুন বধূ আনতো তাতে
স্বামীর বাড়ি তুলে!
দুইটা গরু টানতো কাঁধে
গায়ের জোরে গাড়ি,
গাঁয়ের লোকে সেই গাড়িতে
শহর দিতো পাড়ি!
গরুর কাঁধে যে'সব গাড়ি
দু'টি চাকায় চলে,
সকল লোকে সে'সব গাড়ি
গরুর গাড়ি বলে।
গরুর গাড়ি চলত আগে
গাঁ-শহরের মাঝে,
আগের দিনে দেখছি সবে
দিন-দুপুরে কাজে!
দুই চাকাতে চলত গাড়ি
জিনিস ভরে পথে,
এ প্রজন্মে শিশুরা সব
মানবে না তা মতে!
৩১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।