অলির মাজার
- আব্দুল ওহাব
জিন্দা অলির মাজার হলো
শান্তির আবাস-স্থল,
আল্লাহর অলি শুয়ে থাকেন
ঐ মাজারের তল।
তাঁর উছিলায় আহার জোটে
গরীব দুখী খায়,
কেউ দিওনা মাজার ভেঙে
হস্ত শক্তির ঘায়।
শত্রু হলে আল্লাহর অলির
করবে মহা পাপ,
ক্রুদ্ধ হবেন আল্লাহ তা'লা
বংশ হবে সাফ।
স্রষ্টার কাছে সব অলিদের
রইছে বড় শান,
অলির প্রতি তাঁর সন্তুষ্টি
হবেন অলির কান।
অলির চোখে দৃষ্টি রাখেন
মহান প্রভুর চোখ,
তাঁর মাজারে হাত দিবে না
লাগাবে না নখ।
আল্লাহর অলি কেউ মরেনা
সবাই জিন্দা রয়,
আল্লাহপাকের রহম তাঁরা
তাদের করো ভয়।
৩১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।