মাজার জিয়ারত
- আব্দুল ওহাব

অলির মাজার জিয়ারতে
নেইতো কোন বাধা,
সেজদা করে ঈমান হারায়
মানব হয়ে গাধা।

মাজার নহে উৎসবের স্থান
করতে পারো দোয়া,
সিজদা করা চুম্বন খাওয়া
শিরকী কাজ ছোঁয়া।

হাদিস আছে উচ্চ কবর
সমান করে দিবে,
মূর্তি দেখলে চূর্ণ করবে
দ্বীনের পথে নিবে।

মাজার স্পর্শ মাজার চুম্বন
নাসারাদের রীতি,
মাজার মোছা সিজদা করা
চরম শিরক প্রীতি।

শিরক বিদআত গর্হিত কাজ
নয় শরিয়ত কর্ম,
হাদিস জেনে কুরআন জেনে
মানো শ্রেষ্ঠ ধর্ম।


৩১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।