সবুজ শ্যামল গাঁয়ে
- আব্দুল ওহাব

আবার ফিরতে ইচ্ছে করে
আপন শ্যামল গাঁয়ে,
মাঠের পথে পায়ে,
শাপলা ফোটা খাল ডিঙিয়ে
ছোট্ট কাঠের নায়ে।

দেখতে সেথা রাখাল ছোটে
গরু মহিষ নিয়ে,
গামছা মাথায় দিয়ে,
খাল পেরিয়ে বিল পেরিয়ে
যেতো জুড়ে হিয়ে।

সাঁঝের পরে রাখাল যেথা
বাজায় বাঁশের বাঁশি,
সরল লোকের হাসি,
মন জুড়ানো বাউল গানে
উথাল-পাতাল রাশি।

হটাৎ যেতে ইচ্ছে করে
বাঙালি নদ বাঁকে,
পাখি উড়ে ঝাঁকে,
গভীর রাতে খেঁক শেয়ালে
যেথায় কেঁদে ডাকে।


৩১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।