সোনার ছেলে
- আব্দুল ওহাব

সোনার ছেলে দেখেছি ভাই
শুনেছি তার গল্প,
বিপদকালের কর্ণধার সেই
সন্দেহ নাই অল্প।

দেশ-বিদেশের সকল খানে
ছড়ান দেশের খ্যাতি,
দেশের জন্য হাল ধরেছেন
সৌভাগ্যবান জাতি।

দারিদ্রতা দূর করতে তার
সংগ্রাম ছিল দর্শন,
চিন্তা ভাবনায় মানব কল্যাণ
বিশ্বে ছড়ায় স্পর্শন।

দেশকে স্বাধীন করার যুদ্ধে
রাখেন তার অবদান,
দেশের পক্ষে জনমত চান
গাইতে জাতির জয়গান।

নোবেল বিজয় পাবার পরে
গর্বিত হয় জাতি,
আমরা সবাই এক পরিবার
বক্তব্যে তার মাতি।

হিন্দু-মুসলিম সবাই মিলে
আমরা বাংলাদেশী,
সব ভেদাভেদ ভুলে গিয়ে
স্বাধীন দেশে হাসি।


৩১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।